বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রমিক সঙ্কটে ধান কাটা নিয়ে বিপাকে অভয়নগরের কৃষকরা 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

শ্রমিক সঙ্কটে ধান কাটা নিয়ে বিপাকে অভয়নগরের কৃষকরা 

যশোরের অভয়নগরে চলতি বোরো মৌসুমে ধানে বাম্পার ফলন হয়েছে। মেঘের ঘনঘটার সাথে মাঝেমঝ্যে বৃষ্টি হওয়ায় ধান কাটার শ্রমিকের বেড়েছে কদর। তারা মজুরি হাকাচ্ছেন হাজার টাকা। বিপাকে পড়েছে কৃষক। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানাগেছে, এ বছরে অভয়নগরে ১৪ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূরে থাকায় ধানের বাম্পার ফলন হওয়ায় বোরো ধানে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

উপজেলায় কাটা ধানের নমুনা পরীক্ষা করে দেখা গেছে এবছর হাইব্রিড ধানের হেক্টর প্রতি (২৪৭শতাংশ) গড় উৎপাদন হয়েছে ৭ দশমিক শূন্য ৮ মে.টন আর উচ্চ ফলনশীল জাতের ফলন ৬.৫৭ মে.টন দুইটা মিলে গড় উৎপাদন দাড়িয়েছে ৬.৬৪৫ মে.টন। গত বছর বোরো ধানের গড় উৎপাদন ছিলো ৬.৫১ মে.টন যা গতবারের তুলনায় বেশি। 

খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে শ্রম বিক্রি করতে আসা শ্রমিকরা মুজুরি হাকাচ্ছেন দ্বিগুণ। চাষিদের কাছে শ্রমিকের চাহিদা বেশি থাকায় তার দিচ্ছেন নানান ফর্দ। যে কারণে বিপাকে পড়েছেন চাষিরা। 

উপজেলার একতারপুর গ্রামের কৃষক শাহ্ আলম বলেন, এ বছর তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। তিনি ধান ঘরে তোলার কাজে একজন কৃষাণ ৭শ টাকা করে মজুরি নিচ্ছেন। বাজারে ধানের দাম মোটামোটি ভাল বলে তিনি দাবি করেন।

উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন বলেন, এ বছর ধানের ভাল ফলন হয়েছে। এ পর্যন্ত উপজেলার ৭২ শতাংশ ধান ঘরে তোলা হয়েছে। এখনো আবহাওয়া অনুকূলে আছে। 

টিএইচ